সোমবারই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আর তার আগে আজ দলীয় কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর রাহুল গান্ধী জানিয়ে দিলেন, শীঘ্রই কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে জাতিগত জনগণনা হবে। হাত শিবিরের সাফ কথা, ‘দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।’
এদিন ঘণ্টা চারেকের বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতিগত জনগণনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ঠিক হয়েছে, পাঁচ রাজ্যের ভোটের আগে বিজেপির ওপর জাতিগত জনগণনার বিষয়ে চাপ সৃষ্টি করা হবে। এদিন বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, ‘ইন্ডিয়া জোটের অধিকাংশ দল জাতিগত জনগণনা চায়। তবে এই বিষয়ে জোটের সব দলের সঙ্গে আলোচনা করা হবে।’ তিনি আরও বলেন, ‘এটা ধর্মের বিষয় নয়। গরিবির প্রসঙ্গ। এক দেশের মধ্যে দুটো দেশ। একটি আদানিজির, অন্যটি বাকিদের। জাতিগত জনগণনা হলে দেশের ছবিটা পরিষ্কার হবে।’