রাজধানীতে হেনস্থার প্রতিবাদে এবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিলেন অভিষেক। কবে? বৃহস্পতিবার বেলা ৩টের সময়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অভিষেক। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির ফুটবোর্ডে উঠে সমর্থকদের উদ্দেশে স্লোগান দিচ্ছেন তিনি। সেই ছবিরই ক্যাপশনে তিনি লেখেন, ‘জমিদারদের কাছে মাথা নত করবে না বাংলা।’
বকেয়া আদায়ের লক্ষ্যে ‘মিশন দিল্লি’। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে কৃষি ভবনে ধরনায় বসেন তৃণমূলের সাংসদ, বিধায়করা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর? স্রেফ টেনে হিঁচড়ে বের করাই নয়, তিন বাসে চাপিয়ে অভিষেকদের তুলে নিয়ে যায় পুলিশ।
রাতে ছাড়া পান তৃণমূল নেতারা। সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘২ ঘণ্টা আমরা শান্তিপূর্ণভাবে ধরনায় অংশগ্রহণ করি। আজ আমাদের একটি কর্মসূচি ছিল। যন্তর-মন্তরে প্রায় সকাল ১০ টা থেকে কর্মসূচি শুরু হয়। কিন্তু যেভাবে মন্ত্রী আমাদের সকালে বদলে সন্ধেবেলা সময় দেন, আমরা কর্মসূচিটা একটু পিছিয়ে দশটায় জায়গায় বারোটা শুরু করেছিলাম। জমায়েত শুরু হয় ১২টা থেকে। মিটিং শুরু করি বেলা ১টা থেকে। ১ থেকে ৫ পর্যন্ত কর্মসূচি চলে’।
তারপর? অভিষেক জানান, ‘যন্তর-মন্তর থেকে পায়ে হেঁটে মিছিল করে, বাংলা থেকে প্রায় ৫০ লক্ষ চিঠি আমরা নিয়ে এসেছিলাম মানুষের হাতে লেখা, যাঁদের টাকা বিজেপি আটকে রেখেছে, সেই চিঠি নিয়ে আমরা কৃষি ভবনের উদ্দেশ্যে যন্তর-মন্তর থেকে রওনা দিই। আমরা ৬টা সময়ে আজকে কৃষিভবনে এসে পৌঁছয়। আমাদের একটি কনফারেন্স হলে বসতে দেওয়া হয়’।