বিজেপিশাসিত উত্তরপ্রদেশে ফের ঘটে গেল নৃশংস গণধর্ষণ। গতকাল, অর্থাৎ সোমবার যোগীরাজ্যের সাহরানপুরে এক ১৬ বছরের কিশোরীকে পাঁচ জন মিলে ধর্ষণ করল। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এখনও হাতে আসেনি সেই রিপোর্ট। নির্যাতিতা কিশোরীর বাবার দাবি, তাঁর মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। সে স্কুল থেকে ফিরছিল। সেই সময় দু’জন পরিচিত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। যেহেতু পরিচিত, তাই সেই প্রস্তাব মেনেও নেয় সে।
এরপরই সেই কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। সেই দলে যোগ দেয় আরও ৩ জন। এরপর তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে তাকে রেলওয়ে ক্রসিংয়ের কাছে নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা মেয়েটিকে নিয়ে থানায় যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ডি ধারায় গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পকসো আইনেও অভিযোগ আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ক্রমাগত এহেন ঘটনা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী প্রশাসন। নিন্দার ঝড় উঠেছে একাধিক মহলে।