বড়সড় অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি। এবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ল পদ্ম-নেতার অশ্লীল ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়েছে বাঁকুড়ায়। উক্ত ভিডিওটিতে সেখানে একদিকে দেখা যাচ্ছে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক সাধন গড়াইকে। অপরদিকে এক মহিলা। সুভাষ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই বিজেপি নেতার গায়ে কোনও পোশাক নেই। দু’জনই দু’জনকে উদ্দেশ্য করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিনই বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় থাকা বিজেপির জেলা কার্যালয়ে দীর্ঘক্ষণ দলের যুবমোর্চার নেতাকর্মীদের হাতেই ঘরবন্ধি হয়ে থাকতে হয়েছিল বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারকে। অভিযোগ কেন্দ্রীয় এই মন্ত্রী এইমস-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে চাকরি বিক্রি করছেন। শুধু তাই নয়, দলের পদও বিক্রি করার অভিযোগ তুলছেন দলীয় নেতাকর্মীদের একাংশ। যা প্রকাশ্যে এনে দিয়েছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। স্বাভাবিকভাবেই যা মাথাব্যথা বাড়িয়েছে গেরুয়াশিবিরের।