এবার শ্রমিকমৃত্যুর মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মহারাষ্ট্রের থানেতে। রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বালকুম এলাকায় রানওয়াল কমপ্লেক্স নামের একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। তার ছিঁড়ে আছড়ে ভেঙে পড়ে একটি বহুতলের লিফট। ঘটনায় মৃত্যু হয় ৭ শ্রমিকের। জানা গিয়েছে, ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়েছে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গেই পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুই শ্রমিক প্রাণ হারান। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। তবে ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। রবিবারই সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরেই লিফট ধরে নীচে নামছিলেন তাঁরা। সেই সময়েই বিপত্তি। এক ধাক্কায় মোট ৪৩ তলা নীচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই মৃত্যু হয় পাঁচ শ্রমিকের।
উল্লেখ্য, এদিন বেসমেন্টের তৃতীয় তলায় লিফটটি ভেঙে পড়ে। বোমা ফাটার মতো প্রবল শব্দ পেয়েই পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভেঙে পড়া লিফট থেকে দুই শ্রমিককে হসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মৃত্যুর খবর মেলে। বিপর্যয় মোকাবিলার প্রধান জানিয়েছেন, এই লিফটটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়। শ্রমিকদের জন্যই ব্যবহার করা হয় এই লিফট। একটি সংযোগকারী তার ছিঁড়েই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও এই দাবিকে মিথ্যে বলেই উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। ইতিমধ্যেই এ নিয়েতুঙ্গে বিতর্কের ঝড়। লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।