শুক্রবার সকাল ৮টায় শুরু হল ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি দ্বিতীয় ক্যাম্পাসে গণনা চলছে। ভোট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী। প্রাথমিক গণনার হিসাবে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী তাপসী রায়ের থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়।
মঙ্গলবার শান্তিতেই মিটেছিল ভোটগ্রহণ। এ বার ফল ঘোষণার পালা। শুক্রবার গণনার শুরু থেকেই ধূপগুড়িতে চাপা উত্তেজনা। কী হবে ফল? গত বিধানসভা নির্বাচনের ফল ধরে রেখে বিজেপি জিতবে, না কি ফিরে যাবে তৃণমূলের হাতে? গত বিধানসভা নির্বাচনের পর থেকে একটি উপনির্বাচনেও জয় পায়নি বিজেপি। বিধানসভা ভোটে জেতা জোড়া আসন দিনহাটা এবং শান্তিপুরে উপনির্বাচনে হেরে যায় তারা। ফলে দলের কাছে বড় চ্যালেঞ্জ ধূপগুড়ি।
অন্য দিকে, একের পর এক উপনির্বাচনে জিতলেও শেষটিতে হারতে হয়েছে তৃণমূলকে। সাগরদিঘিতে জিতেছিল কংগ্রেস। পরে বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দিলেও শাসকের ভোটে হারার ক্ষত রয়েই গিয়েছে। তা সামলাতে জিততে হবে ধূপগুড়ি।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হন বিজেপির বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন। পাহাড় লাগোয়া ধূপগুড়ি বিধানসভায় লড়াই এ বার ত্রিমুখী। তিন জনই রায়। তিন জনই রাজবংশী। কারণ এই আসনের ভোটারদের বড় অংশই রাজবংশী। সেই অঙ্ক মাথায় রেখেই বরাবর সব দল প্রার্থী দেয় এখানে। ১৯৭৭ সাল থেকেই বিধানসভায় রাজবংশী প্রতিনিধি পাঠিয়েছে জলপাইগুড়ি জেলার এই আসন।