পূর্বনির্ধারিত সূচি মোতাবেক এবার রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস নিয়ে প্রস্তাব আনা হল বিধানসভায়। ১ বৈশাখকে রাজ্য দিবস করার পক্ষে সওয়াল করা হয়েছে ওই প্রস্তাবে। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল পরিষদীয় দলের তরফে এই প্রস্তাব আনা হয়েছে।
এদিন প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নাম না করে বিরোধী দল বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘স্বাধীনতায় অংশ না নিলেও অনেকে স্বাধীনতা নিয়ে কথা বলছেন।’ কেন রাজ্যের জন্য বাংলা দিবস হবে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্য রাজ্যগুলির প্রতিষ্ঠা দিবসের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি এ-ও জানিয়ে দিয়েছেন যে, বিধানসভায় আনা প্রস্তাবে রাজ্যপাল স্বাক্ষর না করলেও ১ বৈশাখ দিনটিই ‘বাংলা দিবস’ হিসাবে পালন করা হবে। তাঁর কথায়, ‘কে কে সমর্থন করবে জানি না, কিন্তু আমাদের নির্দেশ থাকবে ওই দিনই বাংলা দিবস হিসাবে পালন করার।’
উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘এই প্রস্তাবে স্বাক্ষর করবেন না রাজ্যপাল।’ এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের অনুমোদন না পেলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না। এদিন, অধিবেশনের শেষ লগ্নে অধুনা প্রস্তাবিত রাজ্য সঙ্গীত সমবেত কন্ঠে গেয়ে ওঠেন শাসকদলের বিধায়কেরা। তাতে গলা মেলান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতাও।