প্রায় ৪ মাস ধরে জাতি হিংসার আগুনে জ্বলছে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মণিপুর। ইতিমধ্যেই কুকি আর মেইতেইদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ঘটেছে গণধর্ষণ, জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনাও। এবার ফের নতুন করে হিংসা ছড়াল মণিপুরে। জখম ২৮ জন।
বুধবার একটি সংগঠনের ৩০ হাজার জনের একটি ভিড় কারফিউ ভেঙে চাঁদচুরাপুর ও বিষ্ণুপুর সীমান্ত এলাকায় ঢোকার চেষ্টা করে। কুকি অধ্যুষিত এলাকায় মেইতেই বাড়িগুলি দখলের চেষ্টা করে। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। যে ঘটনায় কমপক্ষে ২৮ জন জখম হয়। জাতীয় সড়কের ২-এর ফৌগাকচাও ইখাইয়ের উপর ঘটনাটি ঘটে। ব্যারিকেড ভেঙে এলাকায় ঢোকার চেষ্টা করে ৩০ হাজার জনের একটি ভিড়। যার জেরেই সংঘর্ষ বাঁধে নিরাপত্তা বাহিনীর সঙ্গে। জোর সংঘর্ষ হয়। যার জেরে নতুন করে আরও ২৮ জন জখম হয়।
