বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আবার কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসতে চায় বলে সূত্রের খবর। এই আবহে লোকসভা নির্বাচনের প্রাক্কালে নতুন আঙ্গিকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি দ্বিতীয় দফায় শুরু হতে পারে বলে সূত্রের খবর।
তখন ওই কর্মসূচি শুধু জেলায় সীমাবদ্ধ থাকবে না। গোটা রাজ্যে চষে বেড়াবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
এদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দেখা গিয়েছিল জেলাজুড়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে বেরিয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি নিয়ে জেলায় গিয়ে মানুষের অভাব–অভিযোগ শুনেছিলেন। অনেক সমস্যা আবার হাতে হাতে সমাধান করে দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছেন নির্বাচনের ফলাফলের পর। এবার দলীয় সূত্রে খবর, ৫১ দিনের সেই নবজোয়ার কর্মসূচিতে মিলেছিল সাফল্য। তাই তার সূত্র ধরেই দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কর্মসূচি নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা এখনও ঘোষণা করা হয়নি। তবে রূপরেখা তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে।
সূত্রের খবর, দুর্গাপুজোর পরে এই দ্বিতীয় দফার নবজোয়ার কর্মসূচি হতে পারে। মহাজোট ‘ইন্ডিয়া’কে শক্তিশালী করা এবং বিজেপিকে নয়াদিল্লি থেকে ক্ষমতাচ্যূত করাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য।