প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের মাধ্যমে রাজকোষ ভরতে চাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিল মোদী সরকার। দ্বিতীয় বার ক্ষমতায় এসে সেই কাজ পুরো দমে শুরু করছে তারা। এবার যেমন দেশের একটি নামী ব্যাঙ্কের প্রচুর শেয়ার নিলামের মাধ্যমে ‘বিক্রি’ করে দিচ্ছে মোদী সরকার। আইডিবিআই ব্যাঙ্কের সম্পদের মূল্যায়ন এবং কৌশলগত বিনিয়োগ করতে সাহায্য করার জন্য তারা একটি অ্যাসেট ভ্যালুয়ার নিয়োগের কথা ভাবছে।
জানা গিয়েছে, কেন্দ্র আইডিবিআই ব্যাঙ্কের প্রায় ৬১ শতাংশ শেয়ার বিক্রি করছে এবং এর জন্য এটি বেশ কয়েকটি ইওআই প্রকাশ পেয়েছে। সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক বর্তমানে বিডগুলি পরীক্ষা করছে। দরদাতাদের বিডিং প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে যেতে সরকার এবং আরবিআই থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে। ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম), কেন্দ্রীয় সরকার সোমবার ভারতীয় দেউলিয়া এবং দেউলিয়া বোর্ডের (আইবিবিআই) সঙ্গে রেজিস্ট্রার একটি স্বনামধন্য সম্পদ মূল্যায়নকারী সংস্থা নিয়োগের জন্য একটি আরএফপি জারি করেছে।
এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে, দরপত্র দেওয়া যাবে ৯ অক্টোবর পর্যন্ত। প্রতিবেদনে সরকারি নথির উদ্ধৃতি দিয়ে এই তথ্য শেয়ার করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে ব্যাঙ্ক বিক্রি প্রক্রিয়ার সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে আইডিবিআই ব্যাঙ্কের জন্য আর্থিক বিড ইস্যু করার এবং চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে অর্থাৎ ২০২৪ সালের মার্চের মধ্যে তার শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্কে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব ৪৫.৪৮ শতাংশ এবং বর্তমানে ৩০.৪৮ শতাংশ শেয়ার বিক্রি করার কথা ভাবছে।