বক্সানগরের সিপিএম বিধায়ক সামসুল হকের অকাল প্রয়াণ এবং ধনপুর আসন থেকে লড়াই করা কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার জেরে এই দুটি আসন ফাঁকা হয়ে গিয়েছিল। মঙ্গলবার ত্রিপুরার এই দুই বিধানসভা কেন্দ্রের ১১০টি বুথে ভোটগ্রহণ হয়েছে। আর তাতেই উঠেছে বিজেপির বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ। সিপিএম প্রার্থী কৌশিক চন্দের অভিযোগ, বিভিন্ন বুথে ভুয়ো ভোট হয়েছে। বিরোধীদের ওপর অত্যাচার করা হয়েছে।
সিপিএমে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দুটি ক্ষেত্রেই রিগিং করেছে। পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে বিজেপি এই কীর্তি করেছে। প্রসঙ্গত, এই উপনির্বাচনে তিপ্রা মোথা আর কংগ্রেস আলাদা করে প্রার্থী দেয়নি। কংগ্রেস সিপিএমকে সমর্থনের কথা জানিয়েছিল। সেক্ষেত্রে বিজেপি আর সিপিএমের মধ্যে একেবারে মুখোমুখি লড়াই হয়েছে।