বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম কিছুদিন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু সেসব এখন অতীত। পঞ্চায়েত ভোটে তাঁর ভূমিকা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে তাঁর ছড়ি ঘোরানো— এসব নিয়ে রাজ্যপালের ওপর বেজায় বিরক্ত রাজ্য সরকার। গতকালই তাঁকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও কান না দিয়ে এবার কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য হিসেবে কাজল দে-কে নিয়োগ করলেন বোস। মঙ্গলবার মধ্যরাতে নিয়োগ নামায় সই করেন তিনি। যা স্বাভাবিকভাবেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই চরমে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। রাজ্যের পরামর্শ ছাড়া একের পর এক উপাচার্য নিয়োগ মোটেই ভালভাবে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে এ নিয়ে সরব হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। সরাসরি রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বেতন বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে এক বিন্দু সরলেন না রাজ্যপাল। মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে-কে কৃষ্ণনগর কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন তিনি।