আজ প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবেই পালন করে গোটা দেশবাসী। এই বিশেষ দিনে শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, সমগ্র দেশবাসীই আমার শিক্ষক। তাঁদের কাছ থেকে অনেক কিছু প্রতিদিন শিখি। রাহুল আলাদা করে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধর নাম। বলেছেন, এঁদের জীবন থেকে সাম্যের শিক্ষা পেয়েছি। শিখেছি মানুষকে ভালবাসতে এবং তাঁদের প্রতি সমব্যথী হতে। উল্লেখ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের কথা, যাঁর জন্মদিনকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে জাতি।
প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, ‘একজন শিক্ষক আমাদের জীবনের পথ আলোকিত এবং সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন। শিক্ষকদের সেই কারণে আমরা মর্যাদার আসনে বসিয়ে থাকি।’ তবে এক্স হ্যান্ডেলে রাহুল শিক্ষক দিবসে তাঁর রাজনৈতিক বিরোধীদেরও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, ‘আমি এমনকী আমার প্রতিপক্ষকেও আমার শিক্ষক হিসাবে বিবেচনা করি, যাঁরা তাঁদের আচরণ, মিথ্যাচার এবং কথা দিয়ে আমাকে চিনতে শেখান যে আমি যে পথ অনুসরণ করছি তা একেবারে সঠিক এবং যে কোনও মূল্যে সেই রাস্তায় এগিয়ে যেতে হবে।’ রাজনৈতিক মহল মনে করছে, রাহুল বিরোধী বলতে এক্ষেত্রে বিজেপিকেই বোঝাতে চেয়েছেন।
