সরকারি আইনে শতবর্ষ পার করলে সেই পেনশনভোগীর পেনশন দ্বিগুণ করে দিতে হয়। আর তাই শতবর্ষ পার করতেই কনকলতা ভট্টাচার্যর বাড়ি গিয়ে তাঁর দ্বিগুণ পেনশন চালু করলেন হাওড়া পুরসভার আধিকারিকরা। তাঁদের কথায়, হাওড়া পুরসভার ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। আন্দুলের পাঁচপাড়া এলাকার বাসিন্দা কনকলতা ভট্টাচার্য। বয়স একশো পেরিয়েছে। তাঁর স্বামী তারাশংকর ভট্টাচার্য হাওড়া পুরসভার মোটর বিভাগের কর্মী ছিলেন। অবসর নেওয়ার পর পেনশন পেতেন পুরসভা থেকে। তাঁর মৃত্যুর পর স্ত্রী কনকলতা পেনশন পান।
প্রসঙ্গত, রাজ্য সরকারের আরওপিএ পেনশন আইন অনুযায়ী শতবর্ষ পার হলে পেনশনভোক্তার পেনশন দ্বিগুণ হয়। সেই নিয়মানুসারে কনকলতা দেবীর পেনশন দ্বিগুণ হয়। শুক্রবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, কন্ট্রোলার অফ ফাইন্যান্স অরুণাভ ঘোষ-সহ কয়েকজন আধিকারিক কনকলতাদেবীর বাড়ি যান। তাঁকে সম্মান জানিয়ে মিষ্টিমুখ করান। এরপর পুরসভার পেনশন সংক্রান্ত কাগজে বৃদ্ধার টিপ সই নেন। এই ঘটনায় খুশি কনকলতা দেবীর পরিবার। তাঁর নাতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘পেনশন যে ডবল হতে পারে আমরা জানতাম না। পুরসভার আধিকারিকরা বাড়ি এসে সেই ব্যবস্থা করলেন।’