গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন বাংলা প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডু। যা নিয়ে এখনও শোরগোল চলছে। এই আবহেই এবার ইস্তফা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। সূত্রের খবর, উপাচার্য বুদ্ধদেব সাউয়ের কাছে ইমেল করে ইস্তফা পাঠিয়েছেন তিনি। যদিও এখনও সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি।
প্রসঙ্গত, যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার পর থেকেই তোলপাড় ক্যাম্পাস। এই ঘটনার পরই কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। সেই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হলেও একজন জামিন পেয়েছেন। এই ঘটনায় প্রথম গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে। এরই মধ্যে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাকযোগে একটি হুমকি চিঠি পান। সেখানে লেখা ছিল, ‘সৌরভের কিছু হলে দেখে নেওয়া হবে’! এমনকী ওই চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্বভাবতই এই চিঠি পাওয়া পরেই উদ্বিগ্ন হয়ে ওঠেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।
যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তারপরই উপাচার্যের কাছে ইস্তফাপত্র পাঠান স্নেহমঞ্জু। সূত্রের খবর, সেই ইস্তফাপত্রে হুমকি চিঠির কথা উল্লেখ করা হয়েছে। তিনি যে ভয় পাচ্ছেন তাও জানিয়েছেন স্নেহমঞ্জু। যদিও উপাচার্য এখনও তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি। তবে রেজিস্ট্রারের ইস্টফাপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য। তিনি জানান, গতকাল সন্ধেবেলা রেজিস্ট্রার তাঁকে ইস্তফাপত্র পাঠিয়েছেন। তা দেখে তিনি রেজিস্ট্রারকে ফোন করে জানতে চান তাঁর ইস্তফা দিতে চাওয়ার কারণ। স্নেহমঞ্জু বসু উপচার্যকে জানান হুমকি চিঠি নিয়ে চিন্তিত পরিবারের লোকেরা। তাই নিয়ে ছাড়তে চাইছেন।