চাঁদে চন্দ্রযান ৩-এর সফল অবতরণের পর রবার ইতিহাস গড়ে সূর্যের দেশে সফলভাবে পাড়ি দিয়েছে ইসরোর আদিত্য এল-১। আর সেই সূর্য যানকে ট্র্যাক করার প্রযুক্তি তৈরি করেছেন এক বঙ্গ সন্তান। নদিয়ার কালীনারায়ণপুরের ছেলে বরুণ বিশ্বাস ইসরোর সফল মিশন চন্দ্রযান ৩-এর নেপথ্যেও ছিলেন, এবার আদিত্যর প্রযুক্তিও তাঁরই নিয়ন্ত্রণে। শনিবার দুপুর ১১টা ৫০ মিনিটে অন্ধ্রের শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণের পর জেলার ছেলের কীর্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত নদিয়াবাসী। আনন্দে ভাসছেন আত্মীয় থেকে প্রতিবেশীরা।
কালীনারায়ণপুর সংলগ্ন রাধানগর গ্রামের ছেলে বরুণ। বাবা জহরলাল বিশ্বাস, মা সরস্বতী বিশ্বাস। বীরনগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনার পর কলকাতার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন। এরপর হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি.টেক সম্পূর্ণ করে সোজা বেঙ্গালুরুতে, ইসরোর বৈজ্ঞানিক হিসেবে যোগদান। চন্দ্রযান ৩-এর বিক্রম ‘ল্যান্ডার’ চাঁদের মাটি ছোঁয়া পর্যন্ত ট্র্যাকিংয়ের কাজ করে গিয়েছেন বরুণ। তাঁরই হাতে তৈরি ১৮ মিমি ডিপ স্পেস টেলিমেট্রি নেটওয়ার্ক অ্যান্টেনা। আর আদিত্য এল১-এর ট্র্যাকিং সংক্রান্ত বিজ্ঞানীদের টিমেও রয়েছেন বরুণ।