চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠক শেষে প্রকাশিত হয়েছে বিরোধী জোটের প্রস্তাব। সেখানে স্থির হয়েছে দেশ জুড়ে মিছিল করার কথা। এছাড়াও স্থির হয়েছে প্রচারের থিম। স্থির হয়েছে আসন বণ্টনের নীতিও। সেসব নিয়েই শুক্রবার সাংবাদিক সম্মেলন করেছেন শরদ পাওয়ার। ইন্ডিয়া জোটের মঞ্চ থেকে মারাঠা স্ট্রংম্যান তোপ দেগেছেন নরেন্দ্র মোদীকেও।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রতিষ্ঠাতা শরদ বলেন, ‘আমাদের ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে বিজেপির একজন সিনিয়ার নেতা ‘ঘমন্ডিয়া’ শব্দটি ব্যবহার করেছেন। এটাই কি প্রমাণ করে না যে কে ঘমন্ডিয়া?’ উল্লেখ্য, সম্প্রতি জোটের বৈঠককে ‘ঘমন্ডিয়া’ বলে উল্লেখ করেছিলেন মোদী। তার প্রেক্ষিতেই শরদের এই বার্তা বলে মনে করা হচ্ছে। তিনি এ-ও বলেন, ‘ওরা (বিজেপি) পছন্দ করে না যে মানুষ একজোট হোক।’ শরদের অঙ্গীকার, ‘আমি কথা দিচ্ছি, আমরা থামবনা, আমরা ভুল পথে যাবনা। দেশের প্রশাসনকে পরিচ্ছন্ন রাখতে আমরা সবরকমের চেষ্টা করব।’