সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে হাতিয়ার করে নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি। রাজবংশীদের নিয়ে মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন। এক এক সম্প্রদায়কে নিজের এক এক অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করছিলেন মমতা।
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার তার জবাব দিলেন মমতা। মুম্বই থেকে টুইট করে জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে বিজেপি।
টুইটারে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘রাজবংশীদের উন্নতির জন্য আমরা যে কাজ করেছি, সেটাই তাঁদের প্রতি এবং তাঁদের সংস্কৃতির প্রতি আমার ভালবাসা এবং শ্রদ্ধার প্রতিফলিত করে। যারা মানুষের প্রতি আমার ভালবাসা, ঐক্য এবং গভীর শ্রদ্ধা মিশ্রিত বক্তব্যের মধ্যে ঘৃণা ঢুকিয়েছে, বাংলার সেই বিশ্বাসঘাতকদের ধিক্কার।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সরব হয়েছিলেন বিজেপি নেতারা। আর এবার সেই আক্রমণের পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।