গত ২৩ শে আগস্ট সন্ধ্যায় চাঁদের মাটিতে সফল অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩ -এর ল্যান্ডার বিক্রম। যা নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গিয়েছে। এরই মধ্যে গুজরাতের এক যুবক দাবি করেছিলেন ওই ল্যান্ডারের নকশা তিনিই তৈরি করেছেন। একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে নিজেকে ইসরোর বিজ্ঞানী হিসাবে পরিচয় দেন তিনি। ঘটা করে সাক্ষাৎকারও দেন। স্বভাবতই এ নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। অবশেষে মঙ্গলবার মোদী রাজ্যের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিজের দাবির স্বপক্ষে নথি পেশ করতে পারেননি তিনি।
সুরাটের বাসিন্দা ওই যুবকের নাম মিতুল ত্রিবেদী। বুধবার চন্দ্রযান ৩ চাঁদে অবতরণ করার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ইসরোর ল্যান্ডার বিক্রমের নকশা তাঁর তৈরি করা। নিজেকে ইসরোর বিজ্ঞানী বলেও দাবি করেছিলেন। মিতুল আরও দাবি করেন, চন্দ্রযান ২ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। চন্দ্রযান ৩ প্রকল্পের জন্যও তাঁকে ডাকা হয়েছিল। ইসরোর তৈরি করা ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রাথমিক নকশায় বেশ কিছু বদল ঘটান তিনি। এই বিষয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ইসরোর ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন মিতুল। এর পরেই মিতুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করে পুলিশ। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
