চিনা আগ্রাসন নিয়ে মোদী সরকারের নির্দিষ্ট কোনও নীতি নেই। চিনকে ভয় পেয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করছে তারা। বারবারই কেন্দ্রের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। উপগ্রহ চিত্রে দেখা গেল আকসাই চিনে ঢুকে পড়ার ষড়যন্ত্র করছে বেজিং। ম্যাক্সারের নয়া উপগ্রহ চিত্র থেকে চাঞ্চল্যকর খবর জানা গেছে। স্যাটেলাইট ইমেজ দেখিয়েছে কীভাবে আকসাই চিন উপত্যকায় সুড়ঙ্গ ও খাদ তৈরি করেছে লাল ফৌজ। নতুন সেনা ছাউনি ও সীমান্তে অস্ত্র ভাণ্ডার বানানোর উদ্দেশ্যেই এই সুড়ঙ্গ তৈরি করছে চিন, এমনটাই দাবি।
উত্তর লাদাখের দেপসাং উপত্যকা থেকে ৬০ কিলোমিটার পূর্বে আকসাই চিনে নদীর পাড় ধরে চিনা বাহিনী সুড়ঙ্গ তৈরির কাজ করছে। দেখা গেছে, নদীর দুই পাড়েই চিন কমপক্ষে ১১টি সুড়ঙ্গ বা খাত তৈরি করেছে পাথর কেটে। বিগত কয়েক মাস ধরে এই নির্মাণকাজ চলছে বলে জানা গেছে। ভারতীয় সেনা সূত্র বলছে, বরাবরই চিনের লাল ফৌজের তৎপরতা লক্ষ্য করা গেছে আকসাই চিনে। ওই এলাকাকে বরাবরই ‘বিতর্কিত ভূখণ্ড’ বলে দাবি করে এসেছে ভারত। মানচিত্রে ভারতের উত্তর ও পূর্বে চিনের অধিকৃত তিব্বতের সঙ্গে প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত বরাবরই দাবি করে এসেছে, ওই সীমান্তবর্তী এলাকার একটা বড় অংশ চিন অবৈধভাবে দখল করে রেখেছে।
