দত্তপুকুরের বিস্ফোরণের ঘটনার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। সাসপেন্ড করা হয়েছে দত্তপুকুরের আইসি ও নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে। আজ, সোমবার বিধানসভায় ক্যাবিনেট বৈঠকে প্রশাসনের ভূমিকা নিয়ে খানিক উষ্মা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদিকুল বিস্ফোরণের পরই সবুজ বাজির ক্লাস্টার তৈরিতে জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।দ্রুত পদক্ষেপ করার নির্দেশও দিয়েছিলেন প্রশাসনকে।
পাশাপাশি, এলাকায় কী ঘটছে না ঘটছে তা জানতে থানার আইসি-ওসিদের নিয়মিত জনসংযোগের পরামর্শ দিয়েছিলেন রাজ্যের পুলিশমন্ত্রী। কিন্তু তারপরেও দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা আটকানো যায়নি। সূত্রের খবর, এদিন ক্যাবিনেট বৈঠকে বাজি কারখানায় বিস্ফোরণ সংক্রান্ত আলোচনা হয়। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বেশ রাগের সঙ্গেই প্রশ্ন করেন, “ওখানকার আইসি কি কিছুই জানতেন না? তিনি কী করছিলেন? ঘুমোচ্ছিলেন?” এরপরই তাঁকে সাসপেন্ড করার নির্দেশ দেন বলেও খবর। উল্লেখ্য, দত্তপুকুরের আইসি এবং নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই।