কখনও গবাদি পশুর ধাক্কায় ট্রেনের ক্ষতি, তো কখনও ট্রেনের ধাক্কায় মহিলা বা শিশুর মৃত্যু— বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় এই ট্রেন চালু হওয়ার পর থেকেও একাধিক অভিযোগ উঠছে। আর এবার বন্দে ভারত নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে অভিযোগ জানালেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বন্দে ভারতে সাফাই পরিষেবা দেওয়ার পর টিপস চাওয়ার অভিযোগ উঠেছে কর্মীদের বিরুদ্ধে। বহু যাত্রীদের কাছে কর্মীরা টিপস চেয়ে থাকেন বলে অভিযোগ। তা নিয়ে রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন সুকান্ত। এছাড়াও, আরও একঝাঁক বিষয় নিয়ে তিনি রেলমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় আলিপুরে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী। সেখানে সুকান্ত জানান, রেলে যাত্রা করার সময় বিভিন্ন যাত্রী রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, বন্দে ভারতে খাবার পরিবেশন এবং সাফাইয়ের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রেল। কিন্তু বেসরকারি সংস্থার কর্মীরা যাত্রীদের কাছ থেকে বাড়তি টিপস চাইছেন বলে অভিযোগ। যাত্রীদের দাবি, কারও কাছ থেকে ১০০ টাকা আবার কারও কাছ থেকে তারও বেশি টাকা নেওয়া হচ্ছে। এভাবে যাত্রীদের কাছ থেকে কয়েক হাজার টাকা তুলে নিচ্ছে বেসরকারি সংস্থার কর্মীরা। তাঁদের প্রশ্ন, পরিষেবার জন্যই বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে। তারপরেও কেন এভাবে টাকা তোলা হচ্ছে? যাত্রীদের কাছ থেকে এ হেন অভিযোগ আসতেই রেলমন্ত্রীর শরণাপন্ন হলেন সুকান্ত।
