উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় রাজ্যকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ রাজ্যের বিরোধী দলনেতাকে তারই পাল্টা দিলেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, সেই একই কায়দায় রাজ্য সরকারকে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু তিনি আসল কথাটা ভুলে গিয়েছেন।
কুণালের দাবি, এগরাতে যারা প্রাণ হারিয়েছিলেন তারা ১০০ দিনের কাজ না পেয়ে ওই কাজ করতে বাধ্য হতেন। কারণ বিজেপি সরকার সেই টাকা আটকে রেখে দিয়েছে। সেই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ পার্টিতে এসেছিলেন আর কারোর নয়, শুভেন্দু অধিকারী প্রাইভেট লিমিটেডের হাত ধরে। আর তিনি চলে যেতেই ভানুও বেরিয়ে যান। শুভেন্দুকে তাঁর কটাক্ষ, অধিকারী বাবু কাচের ঘর থেকে ঢিল ছোড়া বন্ধ করার সময় হয়েছে!
