আগামী ২রা সেপ্টেম্বর পাঞ্জাবের চণ্ডীগড়ে জরুরি মিটিং ডাকল সংযুক্ত কিষাণ মোর্চা। আগামী বছর দেশজুড়ে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি। পাশাপাশি, বিধানসভা ভোটমুখী পাঁচ রাজ্যে বিজেপিকে একটিও ভোট নয়, এই লক্ষ্যেই সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে চলেছে তারা। শ্রমিক-কৃষক যৌথ সমাবেশে গত বৃহস্পতিবার দিল্লীর তালকাটোরা স্টেডিয়ামে মোদী বিরোধী একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্র।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভার পাশাপাশি পাঁচ রাজ্যের জন্যও রণনীতি তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন মোর্চার নেতারা। পাঁচ রাজ্যে বিজেপিকে বিপাকে ফেলতে পারে মোর্চা। মোর্চার এক নেতার কথায়, তাঁরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারও করছেন না। বিজেপি ও তাদের শরিক দলগুলিকে যেন একটিও ভোট না দেন কেউ, এমনই দাবি তুলেছেন তাঁরা।
