প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘রিটার্ন গিফ্ট’ দিতে চান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। বিধানসভা নির্বাচনে ছত্তিশগড়ের ৯০টি আসনের মধ্যে ৭৫টির বেশি আসন কংগ্রেসের দখলে নিয়ে এসে মোদীকে ‘প্রতি উপহার’ দিতে চান বলেই জানিয়েছেন তিনি।
বুধবার ছিল বাঘেলের জন্মদিন। সেদিনই তাঁর রাজনৈতিক পরামর্শদাতা বিনোদ ভার্মা, ওএসডি-সহ ঘনিষ্ঠ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা নিয়ে মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে ‘জন্মদিনের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ’ বলে টুইট করেছিলেন বাঘেল। সেই উপহারের পালটা দেওয়ার জন্যই যে তিনি তৈরি হচ্ছেন, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ভার্মাকে মঞ্চের পাশে দাঁড় করিয়ে সাংবাদিক বৈঠকে সেই ঘোষণাই করেছেন তিনি।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘জন্মদিনে আমার রাজনৈতিক পরামর্শদাতা থেকে শুরু করে আমার ঘনিষ্ঠ লোকজনের বাড়ি ইডির তল্লাশি চালিয়ে যে উপহার প্রধানমন্ত্রী মোদিজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাকে দিয়েছেন, আগামী নভেম্বরে ছত্তিশগড় নির্বাচনে কংগ্রেসকে পঁচাত্তরের বেশি আসন জিতিয়ে তাঁদের দু’জনকেই এর রিটার্ন গিফট দিতে চাই’।
ছত্তিশগড়ের কংগ্রেস সরকারকে বদনাম করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেখানে ইডি, ইনকাম ট্যাক্সের আধিকারিকদের দিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করে তাঁর সরকারের আমলে এখনও পর্যন্ত প্রায় দু’শো বার ইডি, আইটি রেড হয়েছে বলে খতিয়ান তুলে ধরেছেন বাঘেল। এসব করে কোনও লাভ হবে না বলেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।