সম্প্রতি ‘অমৃতভারত স্টেশন প্রকল্পে’ রাজ্যের একাধিক স্টেশনের আধুনিকীকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই অধুনিকীকরণের নামে রেল একাধিক স্টেশন ও সংলগ্ন বাজার, বস্তি, দোকানদারদের উচ্ছেদের নোটিশ হাতে ধরাতে শুরু করেছে বলে অভিযোগ। রেলের এই উচ্ছেদ নীতির প্রতিবাদে এবার ‘জাতীয় বাংলা সম্মেলন’ নামের একটি সংগঠনের ডাকে হাওড়ার ডিআরএম অফিস ঘেরাও করলেন হাজার হাজার হকার, দোকানদাররা।
তাঁদের মতে, রেল আধুনিকীকরণের নামে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে সব। রেল লাইনের পাশে বা স্টেশন সংলগ্ন এলাকায় যাঁরা দশকের পর দশক ধরে আছেন, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা না করে ১০-১২ দিনের নোটিশে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। খেটে খাওয়া মানুষদের এভাবে অন্ধকার ভবিষ্যতের মধ্যে ফেলে আধুনিকীকরণ করা যাবে না। তাঁদের দাবি, অবিলম্বে রেলের হকারদের আইনি স্বীকৃতি দিতে হবে, বিনা পুনর্বাসনে কোনো দোকান, বাজার, বস্তি উচ্ছেদ করা যাবে না, প্রতিটি স্টেশনে হকারদের জন নির্দিষ্ট জোন তৈরি করতে হবে। শুক্রবার বিক্ষোভকারীরা একটি স্মারকলিপি জমা দেন হাওড়ার ডিআরএম’কে।