কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে মণিপুরে কিছুতেই নিভছে না হিংসার আগুন। এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে ইতিমধ্যেই বহু মানুষের প্রাণ গিয়েছে। বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে। গণধর্ষণ, নগ্ন করে ঘোরানোর মত ঘটনা ঘটেছে। এমনকি জীবন্ত পুড়িয়ে মারাও হয়েছে মানুষকে। অন্যদিকে, এ নিয়ে লাগাতার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখেও পড়তে হচ্ছে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারকে।
মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্য প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করে মন্তব্য করেছিলেন, মণিপুরে আইন ও সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। বুধবার তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ৬৫২৩টি এফআইআর হয়েছে। অথচ গ্রেফতার হয়েছে মাত্র ২৫২ জন? পুলিশ ওই রাজ্যে কী করছে? প্রসঙ্গত, মণিপুর সরকারের হয়ে বুধবার আদালতে হাজির ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি মেহতার কাছে জানতে চান, তিন মাসে মাত্র ২৫২ জন গ্রেফতার কেন? পুলিশ কি আদৌ তদন্ত করছে? মেহতা এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি।