মণিপুরের বর্বরোচিত ঘটনায় কেন দেরিতে এফআইআর দায়ে করা হয়েছে, তা নিয়ে ক্ষোভপ্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, ৪ মে ঘটনা ঘটল। সেক্ষেত্রে ১৮ মে কেন এফআইআরর দায়ের করা হল? ৪ মে থেকে ১৮ মে পর্যন্ত পুলিশ কী করছিল? মহিলাদের নগ্ন করে ঘোরানো হয়েছে এবং কমপক্ষে দু’জনকে ধর্ষণ করা হয়েছে বলে খবর এসেছিল। পুলিশ কী করছিল?
সুপ্রিম কোর্ট বলেএখনও পর্যন্ত সরকার কী কাজ করেছে, সেটার উপর নির্ভর করছে যে এই বিষয়ে আমরা কতটা হস্তক্ষেপ করব। আমরা যদি সন্তুষ্ট হই যে এখনও পর্যন্ত সরকার ঠিকমতো পদক্ষেপ করেছে, তাহলে আমরা একেবারেই হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা যদি সন্তুষ্ট না হই, তাহলে অবিলম্বে এই বিষয়ে আমাদের হস্তক্ষেপের প্রয়োজন আছে।
সঙ্গে সংযোজন, আমাদের নিরপেক্ষ সহায়তার প্রয়োজন। আমরা একটি কাজ করতে পারি যে মহিলা বিচারপতি এবং বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করতে পারি বা মহিলা ও পুরুষ বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠন করতে পারি। এখনও পর্যন্ত যা পদক্ষেপ করা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট না হলে, কতটা কাজ হয়েছে, সেটার ভিত্তিতে আমাদের হস্তক্ষেপের মাত্রা নির্ভর করবে।