একুশের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরে সেই চোট নিয়েই হুইলচেয়ারে বসে প্লাস্টার করা পা নিয়ে গোটা রাজ্য চষে বেড়িয়েছিলেন তিনি। এবার তা থেকেই অনুপ্রেরণা নিয়ে হুইলচেয়ারে চড়ে রেড রোডে দলনেত্রীর ধর্না মঞ্চে হাজির হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁকে দেখেই মমতা নেমে আসেন মঞ্চ থেকে। কথা বলেন কুণালের সঙ্গে। ঘণ্টাখানেক থাকার পরে ফিরে যান তিনি। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন কুণাল। অস্ত্রোপচারের পর বাড়িতেই বিশ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে রোজই নানা টুইট, আধশোয়া হয়ে সাংবাদিক বৈঠক করে চলেছেন। এবার বাড়ি থেকে বেরিয়ে সোজা দিদির ধর্না মঞ্চেও হাজির হলেন তিনি।
এদিন কুণাল বলেন, ‘দলের এত বড় দু’টি কর্মসূচি কিন্তু আমায় চিকিৎসকের নির্দেশে ঘরে বসে থাকতে হয়েছে। ভিড়ের জন্য যেতে পারিনি। আর মনে হচ্ছিল, দলের সর্বময় নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ধর্নায় বসে রয়েছেন তখন এক বার তো যেতেই হবে। তাই সকালে ফাঁকায় ফাঁকায় গিয়ে ঘুরে এসেছি।’ তিনি জানান, ‘আমি অভিভূত যে, পৌঁছেছি জেনেই মমতাদি নিজে চলে আসেন। আমার পায়ের খোঁজ নেন। অনেকে আমায় মঞ্চে ধরে ধরে তুলবেন বলেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। পাশে একটা গাছের ছায়ায় গিয়ে বসেছিলাম।’ উল্লেখ্য, এদিন কুণালের জন্য ছাতা নিয়ে যাওয়ার নির্দেশ দেন মমতা। তা নিয়ে তিনি বলেন, ‘দিদি তো সকলের খোঁজখবর রাখেন সব সময়। আজকেও আমি যে হেতু অসুস্থ, তাই আমার মাথায় ছাতার জন্য তিনি উতলা হয়ে ওঠেন। আমি অবশ্য জানিয়ে দিই, দরকার হবে না। আসলে আমি ছায়াতেই ছিলাম।’