ভারতীয় ক্রীড়ামহলে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ফুটবলার অ্যান্টনি রেবেলো। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৫ বছর। স্ত্রী এবং দুই সন্তানকে রেখে গেলেন অ্যান্টনি। উল্লেখ্য, ’৭০ এবং ’৮০-র দশকে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন তিনি। দু’টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮২ সালে কুয়ালা লামপুরে মারডেকা কাপে ভারতের সদস্য ছিলেন। সে বছরই দক্ষিণ কোরিয়ার সোলে প্রেসিডেন্টস কাপেরও দলে ছিলেন।
ঘরোয়া ফুটবলে সালগাঁওকরের হয়ে দীর্ঘদিন খেলেছেন অ্যান্টনি। ১৯৭৭ সাল থেকে সেই ক্লাবের হয়ে খেলা শুরু করেন তিনি। টানা ১১টি মরসুম খেলেছেন। ১৯৮৩-৮৪ সালে গোয়া প্রথম বার সন্তোষ ট্রফি জেতার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অ্যান্টনির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। বলেছেন, “নিজের সময়ে রেবেলো অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন। তাঁর দক্ষতা এবং হার না মানা মনোভাব সবার কাছে শিক্ষণীয়। ওঁর পরিবারকে সমবেদনা।” শোকপ্রকাশ করেছেন সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণও। “সারা জীবন আবেগ দিয়ে খেলেছেন রেবেলো। ঘরোয়া ফুটবলে বড় নাম ছিলেন”, জানিয়েছেন প্রভাকরণ।