কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ‘গেরুয়া’ গান গাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। যদিও অ্যাকোয়াটিকার অনুষ্ঠানে সেই বিতর্কে জল ঢেলে অরিজিৎ সিং সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘এই গান গাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা হল। গেরুয়া তো সন্ন্যাসীদের রং, স্বামীজির রং। স্বামীজি যদি সাদা পরতেন তাহলেও এত বিতর্ক হত?’ তার পর পরই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে দেখা গিয়েছিল তাঁকে। আর তা থেকেই শুরু হয়েছিল জল্পনা। তবে কি তৃণমূলে নাম লেখাচ্ছেন বলিউড থেকে টলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক?
তবে এবার অরিজিতের যে ছবিটি ভাইরাল হয়েছে, তা রীতিমতো জল্পনাকে উস্কে দিয়েছে। আসলে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির একটি ছবি ভাইরাল হতেই চর্চা শুরু। তবে বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজের সঙ্গে অরিজিতের সাক্ষাতের কারণ কী? তা যদিও জানা যায়নি। তবে ছবিতে দেখা গিয়েছে জিয়াগঞ্জে গঙ্গার পাড়ে বসে দুজনে আড্ডা দিচ্ছেন অরিজিৎ এবং মনোজ। মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করে নেটিজেনদের জানিয়েছেন, এই জায়গাটি অরিজিতের বড়ই প্রিয়। গায়কের সারল্য যে তাঁর মন কেড়ে নিয়েছে সেকথাও জানাতে ভোলেননি তিনি।