রাজ্যবাসীর জন্য বড় সুখবর। কলকাতায় বিশাল অফিস খুলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত এবং খনি সংস্থা আর্সেলর মিত্তল।
সল্টলেক সেক্টর ফাইভে, আইকনিক গোদরেজ ওয়াটারসাইড ভবনে সংস্থার নতুন অফিস খোলা হয়েছে। এই অফিসটিই তাদের নতুন ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সেন্টার হতে চলেছে।
এর সদর দফতর ইউরোপের লাক্সেমবার্গে। সংস্থার কর্তা লক্ষ্মী মিত্তল এক সময়ে বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি ছিলেন।
প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে ব্রিটেন সফরের মাঝে মিত্তলের বাড়ি গিয়েছিলেন মমতা। দু’জনের কথা হয়েছিল প্রায় দেড় ঘণ্টা। এরপর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে মমতার বাড়িতেও যান মিত্তল। দুজনের কথাও হয়।