গণতন্ত্রের কণ্ঠরোধ এবং বিরোধী সাংসদদের মাইক বন্ধ করে রাখার প্রতিবাদে মুখে কালো কাপড় জড়িয়ে সংসদের দুই কক্ষেই অভিনব প্রতিবাদ করল তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, সরকার পক্ষ সংসদে বিরোধীদের বলতে দিচ্ছে না। তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংসদে তাঁরা মানুষের ইস্যু তুলে ধরার চেষ্টা করলেও সেই সুযোগ তাঁদের দেওয়া হচ্ছে না। শুধু সরকার পক্ষকে বলতে দেওয়া হচ্ছে। বিরোধীরা বলতে গেলে তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, নাহয় অধিবেশন মুলতুবি করে দেওয়া হচ্ছে।
গণতন্ত্রের উপর আক্রমণের অভিযোগ তুলে এদিন রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই অভিনব প্রতিবাদ করেন তৃণমূল সাংসদরা। মুখে কালো কাপড় জড়িয়ে ট্রেজারি বেঞ্চের দিকে আঙুল তুলতে দেখা যায় তাঁদের।
আসলে বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য নিয়ে বিজেপির প্রতিবাদ এবং আদানি ইস্যুতে লাগাতার বিরোধী শিবিরের বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। যার জেরে গত ৩ দিনে একজন বিরোধী নেতাকেও সংসদে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বিরোধীরা। বৃহস্পতিবারও সেই বিক্ষোভের আঁচ দেখা গিয়েছে সংসদে। শেষমেশ দুই কক্ষের অধিবেশনই মূলতুবি করে দিতে হয়েছে। যদিও তার আগেই অভিনব প্রতিবাদ করে তৃণমূল।