মোদী সরকারের বিরুদ্ধে মুখ খুললেই বিরোধীদের চুপ করাতে কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেয় বিজেপি। বারবারই এই অভিযোগ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা। সেই অভিযোগ যে মোটেও ভ্রান্ত নয় এবার ফের মিলল তার প্রমাণ। হেফাজতে থাকা দিল্লীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার নতুন এক মামলা দায়ের করল সিবিআই।
অন্যদিকে, বৃহস্পতিবার ইডির কাছে গেলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা। বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল ইডি। কবিতার তরফে বলা হয়েছে, তাঁর মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন। ২৪ মার্চ শুনানি হবে। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন ইডির কাছে যাওয়ার বিষয়ে। যদিও ইডির তলবের ওপর বুধবার সুপ্রিম কোর্ট কোনও স্থগিতাদেশ জারি করেনি। ফলে ইডি এরপর কী পদক্ষেপ করে সেটাই দেখার।
আবার, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব বৃহস্পতিবার দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সিবিআই তাঁকে রেলে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তলব করেছে। দু’বার সিবিআইয়ের তলব এড়িয়ে গিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। একই মামলায় গত সপ্তাহে ইডি তাঁর দিল্লীর বাড়িতে তল্লাশি চালায়।