আজ, বুধবার নবান্নে শিল্প বৈঠকের মাঝেই একটি নতুন ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটন বিপণনের জন্য অভিনেতা-সাংসদ দেবকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিলেন তিনি। উল্লেখ্য, বাংলার পর্যটন বিপণনকে শুরু থেকেই গুরুত্ব দিয়েছে মমতার সরকার। রাজ্যের পর্যটন মুকুটে জুড়েছে আন্তর্জাতিক পালক। বার্লিনের পর্যটন উৎসব বাংলার পর্যটনকে হেরিটেজ তকমা দিয়েছে। তারপরই রাজ্যের পর্যটন বিপণনকে আরও মজবুত করতে তৎপর মমতা।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিনের শিল্প বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। আলোচনা চলাকালীনই এদিন দেবকে বাংলার পর্যটনের অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। দেবের উদ্দশ্যে তিনি বলেন, ‘দেব, তুমি বাবা একটু বাংলার অ্যাম্বাসেডর হয়ে যাও না!’ মমতার এই প্রস্তাবে রাজিও হয়ে যান দেব। সরকারিভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। তাহলে কী কিং খানের জায়গায় আসছেন দেব? মমতা বলেন, “এমনিতে শাহরুখ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছেন। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসেডর হয়ে যাও।” তারপরই দেবকে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি এই কাজে আরও দু-তিনজনকে নিয়ে নিও।” রাজ্যের পর্যটন বিপণনের জন্য তৈরি করা হবে ভিডিও বা বিজ্ঞাপনও। যা বানানোর জন্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।