ফের অগ্নিকাণ্ডের সাক্ষী রইল শহর কলকাতা। আজ, মঙ্গলবার দুপুরে আচমকাই আগুন লাগে সল্টলেকের টেকনোপোলিস বিল্ডিংয়ের পার্শ্ববর্তী এলাকায়। অফিসপাড়ায় এমন ব্যস্তসময়ে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক দমকলের ইঞ্জিন। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে সল্টলেকে বিএসএনলের গুদামে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের অংশে। স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান। তাঁরাই দমকলকে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিয়ন্ত্রণে এসেছে আগুন।
তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। ওই গোডাউনে ইলেকট্রনিক বেশ কিছু তার সহ একাধিক দাহ্য পদার্থ ছিল। সেখানে কোনওভাবে প্রথমে আগুন লাগে। পরে সেটিই ব্যপক আকারে ছড়িয়ে পড়ে। যে এলাকায় আগুন লেগেছে তার আশপাশে অনেক বড়বড় অফিস রয়েছে। সপ্তাহের দ্বিতীয় দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে।