নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। যোগী রাজ্যে মহিলা ও শিশুদের ওপর সংঘটিত অপরাধের অন্ত নেই। এবার সেখানে বাড়িতে ঢুকে যুবতীকে বিবস্ত্র করে বেধড়ক মারল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করেছিল দুজন। আর তাতেই বাধা দিয়েছিলেন ওই যুবতী। সেই রাগেই দলবল নিয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হয়ে তাঁকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।
গত বৃহস্পতিবার ৩০ বছর বয়সি ওই যুবতীর ওপর চড়াও হয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে দুই যুবক। স্বভাবতই তাতে বাধা দেন তিনি। তখনকার মতো সেখান থেকে চলে যায় অভিযুক্তরা। কিন্তু পরে আরও ১১ জন দুষ্কৃতী সহ ওই দুজন লাঠি নিয়ে হামলা চালায় যুবতীর বাড়িতে। ভিতরে ঢুকে তাঁকে বিবস্ত্র করে মারধর করে তারা। তাঁর বাড়ির লোকজনকেও বেধড়ক মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানালে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় ১৩ জন। এই ঘটনার পর শনিবার তাজগঞ্জ থানায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাদের বিরুদ্ধে দাঙ্গার চেষ্টা সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।