আইএসএল ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটি এফসিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করলেন সুনীল ছেত্রীরা। রবিবার ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই জেতে ২-১ গোলে। কিন্তু প্রথম পর্বে ১-০ গোলে বেঙ্গালুরু জেতায় দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ২-২। ফলত ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
এদিন ২২ মিনিটে জাভি হার্নান্দেসের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। পরে বিপিন সিংহ এবং মেহতাব সিংহের গোলে এগিয়ে যায় মুম্বই। টাইব্রেকারে মেহতাবের শট রুখে দেন গুরপ্রীত সিংহ। সন্দেশ ঝিঙ্ঘনের গোলে জয় নিশ্চিত হয় বেঙ্গালুরুর।
