রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শনিবার ভবানীপুরে বৈঠক করলেন শাসকদল তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই বৈঠকে হাজির ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁকেই দলের তরফে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। বিধায়কের সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় দলের কাজকর্ম চালাবেন কাইজার আহমেদ ও আরাবুল ইসলামরা।
উল্লেখ্য, এদিন প্রায় দু’ঘণ্টা ধরে সকলের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সি। প্রত্যেকের অভাব অভিযোগ শোনেন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব আগামী দিনে বরদাস্ত করা হবে না বলে তিনি জানিয়ে দেন।রাজ্য সভাপতি নির্দেশ দেন শওকত মোল্লার সঙ্গে সমন্বর রেখে এলাকায় কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও কড়া বার্তা দেন সুব্রত। বলেন, দলই পঞ্চায়েতে প্রার্থী ঠিক করে দেবে। স্থানীয় নেতাদের পরামর্শ শোনা যেতে পারে। তবে সেটাই শেষ কথা নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই।