নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বড় ঘটনা ঘটেছে শনিবার সকালে খেলা শুরুর আগে। গ্যালারি থেকে সমানে মহম্মদ শামিকে উদ্দেশ্য করে কেউ কেউ চিৎকার করতে থাকে, শামি জয় শ্রীরাম..।
এই নিয়ে ভারতীয় ক্রিকেটাররা বড় রকমের কোনও প্রতিক্রিয়া দেখাননি। একমাত্র সূর্যকুমার যাদবকে দেখা যায় দর্শকদের উদ্দেশে চুপ করার কথা বলা হয়। আর কেউ সেদিকে ঘুরেও তাকাননি।
সবথেকে বড় বিতর্ক হচ্ছে এই কারণেই যে আমদাবাদ প্রধানমন্ত্রীর শহর। তিনি এই টেস্ট ম্যাচের উদ্বোধন করেছেন। তিনি নিজে মাঠে ছিলেন। বারবার কেন বেছে বেছে এক মুসলিম ক্রিকেটারকে এমন বলা হচ্ছে, সেই নিয়েই আলোচনা চলছে। এর আগেও শামিকে নিয়ে বিতর্ক হয়েছে। তিনি বাঙালির কোনও অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে গেলেই তাঁকে বিদ্রুপ করা হয়েছে।
পাক দলের কাছে ম্যাচ হেরে শামিকে কাঠগড়ায় তোলা হয়। সেইসময় বলা হয়েছিল, শামি ইচ্ছে করে ম্যাচ ছেড়ে দিয়েছেন। সেইসময় জাতীয় দলের বহু ক্রিকেটারই শামিকে সমর্থন করেছিলেন।
