দিন কয়েক আগেই ভোট পরবর্তী হিংসায় উত্তাল হয়েছিল ত্রিপুরা। এবার প্রতিবেশী রাজ্যে সেই হিংসার ঘটনার তদন্তে এল সংসদীয় দল। আর রাজ্য়ে আসার পরই হামলার মুখে পড়লেন তারা।
শুক্রবারই দুইদিনের সফরে বিজেপি শাসিত ত্রিপুরায় আসে সংসদীয় দল। আগামী দুই দিন তারা গোটা রাজ্য ঘুরে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করবেন এবং আক্রান্তদের সঙ্গে কথা বলবেন। তবে সফরের প্রথম দিনেই, গতকাল সংসদীয় দলের সদস্য়দের উপরে হামলা চলে বলে অভিযোগ।
শুক্রবার ত্রিপুরার সিপিআই(এম)-র রাজ্য় সেক্রেটারি তথা প্রাক্তন মন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান, আজ বিকেলে বিশালগড়ের নিহালচন্দ্র নগর বাজার অঞ্চলে যখন সংসদীয় দলের সদস্যরা যান, তখন তাদের উপরে হামলা চলে। এর কারণে সংসদীয় দল শনিবারের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।
কংগ্রেস ও সিপিআইএমের তরফে জানানো হয়েছে, শুক্রবার সিপাইজোলা জেলার বিশালগড়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে যান সংসদীয় দলের সদস্যরা। সেই সময়ই বিজেপি সমর্থিত কিছু দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় এবং হামলা করে। সংসদীয় দলের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে।