গত জানুয়ারিতে নোদাখালিতে প্রশাসনিক সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর আজ ১০ মার্চ আবার নিজের লোকসভা কেন্দ্রে আসতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার ডায়মন্ড হারবারের চড়িয়ালে একটি নতুন সেতু উদ্বোধন করবেন তিনি। এই নয়া সেতুটি পূজালি এবং বজবজ এই দুই পুরসভার মধ্যে সংযোগ রক্ষা করবে। আগে সেতুটি ছোট আকারে ছিল। সেটি সংস্কার করে তৈরি হয়েছে নতুন সেতু। নতুন এই সেতু আরও চওড়া।
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, বিষ্ণুপুরের বিধায়ক মোহন নস্কর এবং ফলতার বিধায়ক শঙ্কর নস্কর। এ ছাড়াও পূজালি এবং বজবজ পুরসভার পুরপ্রধানদেরও হাজির থাকার কথা এই অনুষ্ঠানে। আজ, শুক্রবার বিকেল চারটে নাগাদ বজবজ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত চড়িয়াল খালের উপর নতুন সেতুর উদ্বোধন করবেন অভিষেক।
