আজ, বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দু’জনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, তা নিয়ে পরিষ্কার জানা যায়নি। এদিন বিকেলে রাজভবনে ফোন করে জানানো হয়, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সাক্ষাৎপ্রার্থী। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সাক্ষাতের ব্যবস্থা করে রাজভবন। বিকেল ৫টায় রাজভবনে পৌঁছন মমতা। তাঁকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। এর পর রুদ্ধদ্বার বৈঠকে বসেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। প্রায় ৩০ মিনিট কথা হয় তাঁদের।
এরপর বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ রাজভবন থেকে বেরিয়ে বিধানসভায় যান মুখ্যমন্ত্রী। এই বৈঠকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে কোনও পক্ষই এখনো মুখ খোলেনি। তবে মনে করা হচ্ছে, বিধানসভার চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল আনতে চলেছে রাজ্য সরকার। সে ব্যাপারেই রাজ্যপালের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন মমতা। জগদীপ ধনকর রাজ্যপাল থাকাকালীন বিধানসভায় পাশ হওয়া একাধিক বিলে সই করেননি। ফলে সেই বিলগুলি শেষ পর্যন্ত পরিণত হয়নি আইনে।