কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্পষ্ট জানিয়ে দিল, ধর্মঘটের দিনে গরহাজির কর্মচারীদের বেতন কাটা হবে। ছেদ পড়বে কর্মজীবনেও। নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এমনই জানিয়েছে নবান্ন। অর্থ দফতর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে। নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনও সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। সেই সঙ্গেই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে কোন চারটি ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে। দেখে নেওয়া যাক :
১. কোনও কর্মচারী যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন।
২. পরিবারের কারও যদি প্রয়াণ ঘটে।
৩. কোনও কর্মী যদি ৯ই মার্চের আগে থেকেই গুরুতর কোনও অসুখের কারণে অনুপস্থিত থাকেন।
৪.যে কর্মচারীরা সন্তান পালনের ছুটি, মাতৃত্বকালীন ছুটি কিংবা ৯ই মার্চের আগে মঞ্জুর হওয়া মেডিক্যাল বা আর্নড লিভ নিয়ে রেখেছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই ধর্মঘট নিয়ে কড়া অবস্থান নিয়ে এসেছে। অতীতেও বিরোধীদের ডাকা সবক’টি ধর্মঘটে কঠোর পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এ বারও একই ভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ)-র দাবিতে শুক্রবার যে প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন তা বানচাল করে কাজকর্ম স্বাভাবিক রাখতে চায় নবান্ন। সেই লক্ষ্যেই কাজকর্ম অন্য দিনের মতোই স্বাভাবিক রাখতে ধর্মঘটীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। তবে তাতেও জরুরি কারণগুলির ক্ষেত্রে ছাড়ের কথাও উল্লেখ করা হয়েছে।