দিন দুয়েক আগেই বিরোধীদের ওপর এজেন্সি লেলিয়ে দেওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তেজস্বী যাদব-সহ অবিজেপি দলের নেতারা। আর তারপরেই সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে। তবে মঙ্গলবার দুদফায় প্রায় ৬ ঘণ্টা সিবিআই অফিসারদের প্রশ্নের জবাব দেওয়ার পরেও তাঁদের আনন্দভরে হোলির মিষ্টি গুজিয়া খাওয়ালেন লালু।
জানা গিয়েছে, সরকারি কাজে এসেও ভদ্রতাবশত ও সৌজন্য প্রদর্শনে সিবিআই আধিকারিকরা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হ্যাপি হোলি জানান। এরপরই লালু এগিয়ে দেন গুজিয়া ভরা থালা। যদিও সিবিআই কর্তারা এ বিষয়ে সরকারিভাবে কিছু বলেননি। তবে যাদব চূড়ামণির দিল্লীর বাড়ি থেকে বেরনোর আগে তাঁদের যে হোলির মিষ্টিমুখ করিয়েছেন লালু তা পারিবারিক সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সিঙ্গাপুর থেকে কিডনি অস্ত্রোপচার করে দেশে ফিরেছেন লালু। বাইরের লোকের সঙ্গে দেখা করা বারণ। তা সত্ত্বেও তাঁকে রেয়াত করেনি সিবিআই। বাইরের লোকের সংস্পর্শে এলে তাঁর সংক্রমণ ঘটতে পারে। অ্যালার্জি হতে পারে। যদিও তাঁর অসুস্থতা সম্পর্কে সিবিআই আধিকারিকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ঢুকতে বলে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে চলে যায় সিবিআই।