এর আগে একাধিক বার বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করলেও তার খুব একটা প্রভাব পড়েনি ভারতে। এরই মধ্যে বিশ্ববাজারে গত ৮ই মার্চ ফের একবার পতন দেখা গিয়েছে জ্বালানির দামে। কিন্তু সেই পতনের কোনও প্রভাবই পড়েনি ভারতের জ্বালানির বাজারে? হোলির দিন দেশের বড় শহরগুলিতে পুরনো দামেই বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল।
প্রসঙ্গত, ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলার কমেছে এবং প্রতি ব্যারেল ৮৩.৩১ ডলারে বিক্রি হয়েছে। ডব্লিউটিআই-এর দামও ব্যারেল প্রতি ৩ ডলার কমে ৭৭.৫০ ডলার হয়েছে। তবে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের পতন ঘটলেও বেশ কয়েকদিন ধরে প্রায় একই দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হচ্ছে দেশের মেট্রো শহর গুলিতে। যেমন, ১০৬.০৩ টাকায় প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে কলকাতায়। ৯২.৭৬ টাকা প্রতি লিটার ডিজেলের দাম।
অন্যদিকে, দেশের বাণিজ্য নগরী মুম্বাইতে পেট্রোল প্রতি লিটার ১০৬.৩১ টাকা ও ডিজেল ৯৪.২৭ টাকা। ১০২.৭৪ টাকা প্রতি লিটার পেট্রোল ও ৯৪.৩৩ টাকা প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে চেন্নাইতে। দিল্লিতে লিটার প্রতি পেট্রল ৯৬.৭২টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা। ১০১.৯৪ টাকা প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলের লিটার প্রতি ৮৭.৮৯ টাকায় বিক্রি হচ্ছে বেঙ্গালুরুতে।