বর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের পিচ নিয়ে উঠেছিল বিতর্কের ঝড়। ইনদোর টেস্টের পিচকে খারাপ তকমা দিয়েছে আইসিসি। তবে তা নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচের ফলই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। আহমেদাবাদ টেস্টের আগে স্পষ্টতই তা জানালেন তিনি। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘পিচ নিয়ে এত কথার মধ্যে আমি ঢুকতে চাই না। পিচ নিয়ে মতামত দেওয়ার এক্তিয়ার রয়েছে ম্যাচ রেফারির। আমি তাঁর সঙ্গে সহমত হই বা না হই তাতে অবশ্যই কিছু যায় আসে না। আমি কী ভাবছি সেটাও হয়তো গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কিছু কিছু সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। সে সময় আপনি তেমন উইকেটেই খেলতে চাইবেন, যেটা ফলাফল দেবে।’’
পাশাপাশি, দ্রাবিড় আরও জানান, ‘‘শুধু ভারতেই এরকম হয় না। সারা বিশ্বের দিকে তাকালে এমন জিনিস দেখতে পাবেন। পিচের ভারসাম্যটা সব সময় সকলের জন্য ঠিক রাখা কঠিন। এমন ঘটনা শুধু এখানে নয়, যে কোনও জায়গাতেই ঘটতে পারে।’’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে দ্রাবিড় বুঝিয়ে দিয়েছেন, পিচ নিয়ে আলোচনা বা সমালোচনাকে তিনি এতটুকু গুরুত্ব দিচ্ছেন না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, তিনি সেটাই করছেন। পরিস্থিতির নিরিখে সেটাই করতে চান। সে জন্য ম্যাচ রেফারি সহমত না হলেও তাঁর কিছু যায় আসে না। উল্লেখ্য, আহমেদাবাদের ২২ গজ দেখে খুশি হয়েছেন দ্রাবিড়। মঙ্গলবার অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে সিরিজের শেষ টেস্টের পিচ দেখেছেন তিনি। শেষ টেস্টেও থাকতে পারে ঘূর্ণি উইকেট, মনে করা হচ্ছে এমনই।