আচমকাই দুর্ঘটনার সম্মুখীন হল ভারতীয় নৌবাহিনীর একটি বিমান। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে। বিমানটিকে জরুরি অবতরণ করা হল মুম্বইয়ের উপকূল এলাকায়। বিমানটি বেরিয়েছিল রুটিন কাজে। মাঝ আকাশে হঠাৎই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
এবিষয়ে ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, একটি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার বুধবার সকালে পেট্রোলিংয়ে বেরিয়েছিল। তিনজন নৌ বাহিনীর অফিসার ছিলেন বিমানের মধ্যে। জরুরি অবতরণের পর ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। জানা গেছে, সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। শুরু হয়েছে তদন্ত।