কংগ্রেস হাইকমান্ড কৌস্তভ বাগচির উপর চরম অসন্তুষ্ট হয়েছেন বলে সূত্রের খবর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ বরদাস্ত করা হবে না বলে বাংলার নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি সূত্রের খবর, কৌস্তভ নিজেকে সংশোধন না করলে তাঁকে মুখপাত্র–সহ সব পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেবে দল বলেও জানানো হয়েছে।
কংগ্রেস সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত কুৎসা করার কথা শুনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী বিরক্ত। যদিও তাঁরা কৌস্তভকে সেভাবে চেনেন না। তাই দিল্লির কড়া বার্তা, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করা যেতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণ কখন করা যাবে না। পুলিশ তাঁকে গ্রেফতার করার ঘটনায় বিরোধিতা করা যেতে পারে। অকারণ আমিত্ব দেখাতে গিয়ে কৌস্তভের ন্যাড়া হওয়াটাও হাস্যকর বলে মনে করছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
এদিকে তৃণমূল কংগ্রেসের এক নেতা ঘনিষ্ঠমহলে বলেছেন, কৌস্তভের ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। মদন মিত্র বলেছেন, আগামী ৩০ বছর কৌস্তভকে ওভাবেই কাটাতে হবে। কারণ কৌস্তভ সরাসরি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো না পর্যন্ত তিনি ন্যাড়া থাকবেন। কৌস্তভ ছাত্র পরিষদের সাংগঠনিক নির্বাচনে সফল হতে পারেননি। পুরসভার ভোটেও নিজের এলাকার ওয়ার্ডে ভোটে লড়ে চতুর্থ হয়েছেন। পুলিশ গ্রেফতার করতেই কৌস্তভ বাড়তি প্রচার পেয়েছেন। সেখানে এমন আচরণ মেনে নেননি কংগ্রেস বলে জানা গিয়েছে।