উত্তরপ্রদেশে ফের ভয়াবহ ঘটনা। হুক্কা বারের মধ্য়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। কানপুরের এই ঘটনাকে ঘিরে শোরগোল চরমে। ১৬ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে অভিযুক্তের সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয়েছিল। তাকেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই কিশোরীর বাবা একজন চিকিৎসক। তিনি আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার মধ্য়ে তিনজনের নাম উল্লেখ করেছেন।
ওই নাবালিকার বাবার অভিযোগ বিনয় কুমার নামে এক যুবক তাকে হুক্কা বারে নিয়ে গিয়েছিল। সেখানে তাকে মাদক মেশানো কোল্ড ড্রিংকস খেতে দেয়। তারপর সে অচৈতন্য হয়ে পড়ে। এরপর তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিব। সেখানে তার বন্ধুরা তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এরপর সেই নাবালিকা বাধা দিতে গেলে তারা তাকে মারধর করে। এমনকী বাইরে বলে দিলে তারা ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়।
এদিকে মেয়েটি এরপর বাড়ি ফিরে এসে গোটা ঘটনা তার বাবাকে খুলে বলে। এরপর তার বাবা পুলিশের কাছে অভিযোগ জানান। পকসো অ্যাক্টে মামলা দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।